লক্ষ্য ও উদ্দেশ্য

  • চিকিৎসকদের নিয়ে একটি কমিউনিটি তৈরী করে পরিকল্পিত, নিরাপদ, স্বাস্থ্যসম্মত সবুজে ঘেরা আবাসন প্রকল্প নির্মান।
  • সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে চিকিৎসা, শিক্ষা ও অন্যান্য সামাজিক ও উন্নয়নমূলক কাজে অংশগ্রহন।

পরিকল্পনা

  • প্রাথমিক পর্যায়ে ২০০ জন চিকিৎসক মিলে সম্মিলিত ভাবে ৬০ বিঘা জমির মালিকানা অর্জন।
  • আধুনিক সুবিধা সম্পন্ন একটা নয়নাভিরাম রিসোর্ট, কনভেনশন সেন্টার এবং ডক্টরস ক্লাব স্থাপন।
  • সবুজে ঘেরা ৩০ বিঘার আবাসন প্রকল্প যেখানে থাকবে সকল আধুনিক নাগরিক সুবিধা এবং ৬০ শতাংশের বেশি উন্মুক্ত স্থান
  • মান সম্মত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান- স্কুল, কলেজ, মসজিদ ও ইসলামিক সেন্টার স্থাপন।
  • সর্বাধুনিক প্রযুক্তি ও সুবিধা স¤পন্ন একটি বৃহৎ হাসপাতাল স্থাপন।
  • ১ টি মান সম্মত মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউট স্থাপনসহ পর্যায়ক্রমে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা।
  • ৩০ বিঘা জমির উপর ৬০০ টি ফ্ল্যাট নিয়ে সকল আধুনিক সুবিধাদি স¤পন্ন একাধিক ১৫ তলা আবাসিক ভবন। (গ্রাউন্ড ফ্লোর+বেইজমেন্ট+১৫তলা)।
  • আবাসন স্থানের ফ্ল্যাট মালিকদের জন্য থাকবে বেইজমেন্ট কার পার্কিং সুবিধা অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর, জিমনেশিয়াম, নামাজের স্থান, কমিউনিটি ¯েপস, রুফটপ সুইমিংপুল, নিজস্ব গ্রোসারী শপ, লন্ড্রি সুবিধা, ইনডোর গেমস, বারবার শপ, পার্লার, মেডিসিন ষ্টোর ও ফুড কর্নারসহ সকল আধুনিক সুবিধা।
  • ৬০ শতাংশের বেশি স্থান থাকবে ফাকা-যেখানে থাকবে প্রশস্ত রাস্তা, বাচ্চা ও মেয়েদের আলাদা খেলার মাঠ, সাইক্লিং জোন ও বড় একটি পুকুর।

আমাদের পদচারনাসমূহ

কনডোমিনিয়াম কমপ্লেক্স

আবাসন স্থানের ফ্ল্যাট মালিকদের জন্য থাকবে বেইজমেন্ট কার পার্কিং সুবিধা অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, জেনারেটর, জিমনেশিয়াম, নামাজের স্থান, কমিউনিটি ¯েপস, রুফটপ সুইমিংপুল, নিজস্ব গ্রোসারী শপ, লন্ড্রি সুবিধা, ইনডোর গেমস, বারবার শপ, পার্লার, মেডিসিন ষ্টোর ও ফুড কর্নারসহ সকল আধুনিক সুবিধা।

মছজিদ কমপ্লেক্স

---

মেডিকেল কলেজ হাসপাতাল

৫ বিঘা জমির উপর বহুতল বিশিষ্ট আন্তর্জাতিক মানের মেডিকেল কলেজ হাসপাতাল আধুনিক চিকিৎসা ও গবেষনায় কাজ করবে। অর্থনৈতিকভাবে অনগ্রসরদের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য বিশেষ স্কীম।

রিসোর্ট

বাচ্চাদের খেলার মাঠ ও ওয়াটার রাইড সুইমিংপুল, কনভেনশন সেন্টার, রেস্টুরেন্ট এবং ক্যাফে। গাড়ী পার্কিংয়ের ব্যবস্থা, বড়দের জন্য খেলার মাঠ, বারবিকিউ জোন। কনফারেন্স হল, সুসজ্জিত হোটেল রুম, ডক্টরস ক্লাব, কৃত্রিম লেক, ফিশিং জোন ইন্ডোর গেমস ও ফিটনেস সেন্টার।

কমার্শিয়াল জোন ও শপিং কমপ্লেক্স

---

স্কুল এবং কলেজ

এখানে থাকবে অত্যাধুনিক ইংলিশ মিডিয়াম স্কুল এবং কলেজ। যা নিশ্চিত করবে উন্নত শিক্ষা ব্যবস্থাপনা। আমেরিকান কারিকুলাম ক্যামব্রীজ মডেলে পরিচালিত হবে পাঠদান।

প্রজেক্ট লোকেশন ম্যাপ